অপ্রিয় সত্য


অপ্রিয় সত্য
হায়দার ফারুক মওদুদী


আল্লামা মওদুদী সাহেবের পুত্রের বক্তব্য নিয়ে যারা ধূম্রজাল সৃষ্টির পায়তারা করছেন তাদের বলিঃ আচ্ছা নূহ (আঃএর এক পুত্র কি কুফরি করেনিসে কি নূহ (আঃএর কিসতিতে উঠতে অস্বীকৃতি জানায় নিএতে কি নূহ (আঃএর কাফেলা মিথ্যা প্রমাণিত হয়েছেএতে কি নূহ (আঃএর মর্যাদা কমে গেছে

রাসূল (সঃ) চাচা ইসলাম কবুল করেন নি। ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার ছোটভাই জামাল আল বান্না সেক্যুলারপন্থী ছিলেন। এতে কি আদর্শের আন্দোলন থেমে ছিল?? তাহলে মওদুদী সাহেবের পুত্র তার পিতার আদর্শকে প্রত্যাখ্যান করলে সে কাফেলায় উঠতে অস্বীকৃতি জানালে ''এত কেনকেন?" করতে হবে কেনএই হায়দার ফারুক মওদুদীর কাহিনী বাঙালীদের কাছে নতুন হতে পারেপাকিস্তানের সবাই তার কীর্তিকলাপ জানে। উস্তাদ মওদুদী তাঁর লাইব্ররী এবং 'তাফহীমুল কুরআনএর গ্রন্থস্বত্ত্ব জামায়াতে ইসলামীকে দান করে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুর পর হায়দার সাহেব সেগুলো দাবী করে বসলেন এবং মামলায় হারলেন। এরপর থেকেই শুরু হলো জামায়াত বিদ্বেষ। হায়দার ফারুক মওদুদীর তার পিতার এবং জামায়াত বিদ্বেষের কারন শুনুন মওদুদীর আরেক পুত্র খালিদ মওদুদীর মুখেঃ
http://www.forum.jamaat.org/forum/jamaat-e-islami-pakistan/ji-questions-answers/144-reality-of-haidar-farooq-maududi-allegations-on-jamaat-e-islami
হায়দার ফারুক মওদুদী সাহেব যদি এদেশে ইসলাম বিষয়ক কোন বক্তব্য দিতে আসতেন তাহলেও একটা কথা ছিল। কিন্তু তিনি দালালী করতে এসেছেন সেক্যুলারিজম পক্ষে। নাস্তিক মুরতাদ এবং ইসলামের জঘন্য দুশমন শাহরিয়ার কবিরের সাথেই তার যত পিরিতি!!

'আমাদের সময়পত্রিকার রিপোর্টের শেষ দিক লক্ষ্য করুনঃ

"পাকিস্তানি ইসলামিক স্কলার হায়দার ফারুক মওদুদি আজ বাংলাদেশ ত্যাগ করবেন বলে আমাদের সময়কে নিশ্চিত করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির।বাহ কি চমৎকার। ইসলামী স্কলার (?) দালালী করেন সেক্যুলারিজমের। শাহরিয়ার কবিরের কথা থেকে এটা বুঝতে আর বাকী থাকে না যে কারা মওদুদী সাহেবের নষ্টপুত্রকে এদেশে এনে নাটক সাজাচ্ছেন!!! পাকিস্তান জামায়াতের সাথে বাংলাদেশ জামাআতের সম্পর্ক নিয়ে মওদুদী সাহেবের এই পুত্র আতঙ্কজনক সংবাদ দিয়েছেনঃ 
"তারা হচ্ছে ডান হাত আর বাম হাততাদের মস্তিষ্ক একই।"

হাস্যকর একটি কথা।
আমিতো বলি সারা পৃথিবীতে যত ইসলামী আন্দোলন আছে সকলের মস্তিষ্ক একটাই। তুরস্কের সাদাত পার্টিমিশরে ইখওয়ানতিউনিশিয়ার আন নাহদাবাংলাদেশ ভারত পাকিস্তানে জামায়াতে ইসলামীর ধমনীতে একই রক্ত প্রবাহিত। বাঙালী বীরের জাতিএইটুকু শুনে তাদের হার্ট এটাকের কোন কারন নেই!!!