অপ্রিয় সত্য সম্প্রতি ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন বিশ্বহিন্দু পরিষদের (ভিএইপি) শীর্ষ নেতা অশোক শিঙ্ঘোল বলেছে, “প্রত্যেক হিন্দু পরিবারের উচিত কমপক্ষে ৫টি করে সন্তান নেয়া, নয়তো অতিশীঘ্রই ভারতে হিন্দুদের সংখ্যালঘুতে পরিণত হতে হবে।” উল্লেখ্য, এ ধরনের কথা এই প্রথম নয়, এর আগেও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস’র জয়েন্ট সেক্রেটারি দত্তত্রেয়া হোসাবেলি বলেছিল, “হিন্দুদের বেশি করে সন্তান নেয়া উচিত, নয়তো খুব শীঘ্রই হিন্দুরা ভারতে সংখ্যালঘুতে পরিণত...
অপ্রিয় সত্য কেবলমাত্র পাকিস্তানেই জাতীয় পতাকার অবমাননা বিষয়ক আইনি ধারা সুষ্পষ্ট নয় বলে জানি। এছাড়া বহির্বিশ্বে জাতীয় পতাকার রাষ্ট্রীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রাখতে সুনির্দিষ্ট আইন ও শাস্তির বিধান রয়েছে। ভারতের জাতীয় পতাকা ব্যবহার বিধি কঠোর বলেই মানেন অনেকে। ভারতীয় ক্রিকেটার শচীন টেণ্ডুলকারের জন্মদিনের কেক তাদের জাতীয় পতাকার মতো তেরঙা ছিল বলে তাঁর বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ উঠেছিল। বাদ যাননি অন্য সেলিব্রিটিরাও। একজনের পতাকা-রঙা...
অপ্রিয় সত্য বেশ সহজ একটা যুক্তি, জামায়াত একবার আওয়ামীলীগ আরেকবার বিএনপির সাথে জোট করেছে! তাই এরা মুনাফিক, ক্ষমতার জন্য জামায়াত সব করতে পারে। এই ধরনের যুক্তি হয় অজ্ঞরা দেয় আর না হয় বুঝেশুনে মানুষকে ধোঁকা দেয়ার জন্য কিছু লোক বলে বেড়ায়। অথচ, প্রকৃত অর্থে জামায়াত নয়, বিএনপি-আওয়ামীলীগই একবার জামায়াতের সাথে গেছে আরেকবার ছেড়ে গেছে। কেন ছেড়ে গেছে? ক্ষমতার জন্য! আর ইতিহাস তাই বলে। বাংলাদেশে ঐক্যবদ্ধ রাজনীতিতে জামায়াতের সূচনা...
অপ্রিয় সত্য জামায়াত ও নারীনেতৃত্ব খালেদা জিয়াকে একটি দলের নেতা(নেত্রী), দেশের নেতা(নেত্রী) কে বানিয়েছে? জামায়াত? না দেশের লোক? যখন তিনি দেশের প্রধান তখন তার কথা না শুনলে হবে দেশদ্রোহী, যখন দলের প্রধান তখন তার দলের সাথে কেউ আলাপ করতে হলে অবশ্যই মহিলার সামনে যেতে হবে... আপনি একটি ইসলামী রাষ্ট্রের প্রধান, আপনার পার্শ্ববর্তী দেশের প্রধান মহিলা, তিনি আপনার দেশে সফরে এসে যখন আপনার সাথে দেখা করবেন, তখন আপনি কি করবেন? দেশের সকল আলেম-উলামা...
অপ্রিয় সত্য ১০ টি প্রধান কারণে জামায়াত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে বেমানান: ১) জামায়াত একমাত্র বড় দল যার নেতার ছেলে, মেয়ে, স্ত্রী পরবর্তীতে গদিনসীন হয়নি, যা গণতন্ত্রের চেতনার সাথে অসামঞ্জস্যপূর্ণ। ২) জামায়াত নেতারা মন্ত্রিত্ব পেয়েও ঘুষ দুর্নীতি করতে পারেনি। দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকেও ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করতে না পারায় তা সাধারণ জনগণকে হতাশ করেছে। ৩) জামায়াতের প্রত্যেকটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সততা ও দক্ষতার কারণে লাভজনক হিসেবে চিহ্নিত...
অপ্রিয় সত্য ১. আন্তর্জাতিক চাপের মুখে ফেলে ইন্দিরার কাছ থেকে বছরে ৪০০০০ কিউসেক পানি আদায় করে নিয়েছিলেন সোজা মেরুদণ্ডের এই যোদ্ধা। ২. বাংলাদেশ মহিলা পুলিশ জিয়াউর রহমানই প্রতিষ্ঠা করেন ১৯৭৬ সালের ৮ ই মার্চ। ৩. মাদ্রাসার সিলেবাসে সায়েন্স, ইংরেজি, সমাজবিজ্ঞান অন্তর্ভুক্ত করেছিলেন। ৪. মধ্যপ্রাচ্যে শ্রম বাজারের ENTRY CHANNEL টিও খুঁড়ে দিয়ে গেছেন জিয়াউর রহমান। ১৯৭৬ এ প্রথম জিয়াউর রহমান ৬০০০ শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠান। সেই ৬০০০...