‘ভারতের আশীর্বাদ নিয়ে বেচে থাকে বাংলাদেশ’। এজন্য দেখবেন,
মওকা
মওকা বিজ্ঞাপনের শেষ অংশে ভারতীয় ছেলেটি হাত উঁচু করে আশীর্বাদ করে আর বাংলাদেশী
ছেলেটি তাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে। বাংলাদেশের প্রতি ভারতের সেই সকল
আশীর্বাদের কিছু প্রমাণ আমি তুলে ধরছি।
১)
আধুনিক বাংলাদেশ গড়ার সক্ষমতা বাংলাদেশের নেই। নেই ভালো কোন রিয়েল স্টেট বা
কন্সট্রাকশন কোম্পানি। যদি বাংলাদেশের সেই ক্ষমতা থাকতো তবে কেন ??
(ক) যাত্রাবাড়ী ফ্লাইওভার ভারতীয় ‘সিমপেক্স ইনফ্রাস্ট্রাচার’সকে দিয়ে কেন তৈরি করা হলো ?? (http://goo.gl/gBDrmY)
(খ) কেন দ্বিতীয় ভৈরব সেতু ভারতীয় কোম্পানি ইরকন ও এফকন্সকে দিয়ে তৈরী করা হচ্ছে ??
(http://goo.gl/KbXQjD)
(গ) কেন দ্বিতীয় তিতাস রেলসেতু তৈরি করা হচ্ছে ভারতীয় কোম্পানি গ্যানোন ও এফএলসিএলকে দিয়ে ??
(http://goo.gl/KbXQjD)
(ঙ) কেন বাংলাদেশে নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে ভারত ?? (http://goo.gl/V9I6rE)
উপরে উল্লেখিত ভারতীয় কোম্পানিগুলো নিজ দেশেই বিতর্কিত। এসকল বিতর্কিত কোম্পানিকে বাংলাদেশে এনে কাজ করালে কি প্রমাণ হয় না, বাংলাদেশ একটি অনুন্নত ও ভাঙ্গারি রাষ্ট্র ???
২) ভারতীয়দের বদ্ধমূল ধারণা, বাংলাদেশে কোন উন্নত ছাপাখানা বা প্রেস নেই। যদি থাকতোই, তবে কেন বাংলাদেশের স্কুলের বোর্ডের টেক্সটবুকগুলো ভারতের ছাপাখানা থেকে ছাপিয়ে আনতে হচ্ছে ?? এর দ্বারা প্রমাণ হয়, বাংলাদেশের স্কুলগুলো ভারতের ছাপাখানার উপর নির্ভরশীল। (http://goo.gl/lDalr1)
৩) ভারতের জনগণ নিশ্চিত, বাংলাদেশের মানুষ প্রাণ রক্ষাকারী ঔষধের জন্য ভারতের উপর নির্ভরশীল। এইতো কিছুদিন আগে, ভিটামিন এ ক্যাপসুল আনা হলো ভারতীয় কোম্পানি অলিভ হেলথ কেয়ারের থেকে, ভ্যাকসিন আনা হলো ভারতীয় সিরাম ইন্সটিউউট থেকে। বলাবাহুল্য অলিভ হেলথ কেয়ার কিংবা সিরাম ইন্সটিটিউট দুটোই ভারতের নিম্নমানের ঔষধ নির্মাতা। বাংলাদেশে যদি ভালো ঔষধ কোম্পানি থাকতোই তবে তারা কেন ভারতের ফালতু কোম্পানির কাছে ঔষধ বানাতে গেলো ??
৪) ভারতীয়রা বিশ্বাস করে বাংলাদেশের মানুষের সামান্য বিদ্যুৎ কেন্দ্র চালানোরও যোগ্যতা নেই। যদি থাকতো, তবে নিজেদের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে ভারত থেকে কেউ বিদ্যুৎ আমদানি করে।
(http://goo.gl/RdyKng, http://goo.gl/5RqneP)
৫) ভারতের যে ট্রাক-বাস সারা বিশ্বে চলে না, সেই ট্রাক-বাস কেন বাংলাদেশ মোটা টাকা দিয়ে কিনে নিয়ে আসে ? (http://goo.gl/0jAEuF)
৬) বাংলাদেশ ভারতের এতো খেয়ে বেচে থাকে। ভারত যেটা ফেলে দেয়, সেটা বাংলাদেশ মোটা টাকা দিয়ে কিনে আনে। যেমন: ভারতের নিম্নমানের রেল ইঞ্জিন, নিম্নমানের ড্রেজার, নিম্নমানের ডেমো ট্রেন, নিম্নমানের তেল ট্যাংকার, সবই বাংলাদেশ কিনে আনছে মোটা টাকা দিয়ে।
(http://goo.gl/PWvuax, http://goo.gl/J4ZW1u, http://goo.gl/q0lYNB,http://goo.gl/ZyM97Q)
৭) ভারতের ধারণা, বাংলাদেশের বাপেক্স-পেট্রোবাংলা নপুংসক খোজা কোম্পানি। যদি তাদের ক্ষমতা থাকতোই, তবে কেন তাদের রেখে বঙ্গোপসাগরে ভারতের ‘ওএনজিস’ নামক এক নিম্নস্তরের কোম্পানি দিয়ে গ্যাস তোলা হচ্ছে। (http://goo.gl/rpTDsP)
৮) বাংলাদেশের মানুষের ঘিলুও কম। যদি বাংলাদেশীদের মাথায় বুদ্ধি থাকতোই, তবে কেন নিজেদের সুস্বাদু চাল পাচার করে ভারত থেকে স্বাদহীন চাল আমদানি করে? কেন নিজেদের সুস্বাদু পেয়াজ পাচার করে ভারতের স্বাদহীন লাল পেয়াজ আমদানি করে নিয়ে আসে।
(http://goo.gl/xl5GxB, http://goo.gl/fvGqQH, http://abblog.net/13,http://goo.gl/Ym1BD2)
৯) ভারতীয়রা বিশ্বাস করে, বাংলাদেশে ভালো কোন তেল, নুন, সাবান, কাপড়, শাড়ি কোম্পানি নেই। নেই ভালো কোন ফেন্সিডিল/ইয়াবা কোম্পানিও। যদি থাকতেই তবে কেন প্রতি বছর ৬ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ ভারত থেকে কিনে নিয়ে আসে ?
উপরের
৯টি উদাহরণ পড়লে আপনি নিশ্চিত হবেন,
কেন
ভারতীয়রা বিশ্বাস করে ভারতের আশীর্বাদ নিয়ে বেঁচে আছে বাংলাদেশে। তাই মওকা মওকা
বিজ্ঞাপন নিয়ে নিন্দা করার কিছু নেই।